করোনার কারনে লাল, হলুদ ও সবুজে ভাগ হচ্ছে দেশ

Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

করোনাভাইরাস সংক্রমণ রোধে ও অর্থনীতির চাকা সচলে এবার দেশকে লাল, হলুদ ও সউজ অঞ্চলে ভাগ করা হবে। সচিবালয়ে সোমবার মন্ত্রীপরিষদ বিভাগে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি টু চেক কোভিড-১৯’-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার অনুযায়ী সারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করা হবে।’

‘আমরা এখনো জোন ঠিক করেনি। তবে আমরা এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করবো। আজকের সভায় বিশেষজ্ঞদের মতামত নিয়ে টারকল্পনা নিয়ে আলোচনা হয়েছ। আমার এখন সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে দিবো। সেই পরিকল্পনা গুলো স্বাস্থ্য, স্বরাষ্ট্র, স্হানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন করবে।,’ যোড় করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জোন করেই সব কিছু করা হবে। যে জোনের মধ্যে বেশি আক্রান্ত হবে, ধরেন ঢাকার মধ্যে কোন ছোট একটি এলাকা আক্রান্ত। তখন হয়ত এই আক্রান্ত এলাকা কিছু দিনের জন্য বন্ধ থাকবে। এসব বিষয়ে বিশেষজ্ঞরা যেভাবে মতামত দিবে সেভাবে কার্যকর করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আলোচনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতপরশু (শনিবার) আমরা বিশেষজ্ঞ টিমসহ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। সেখান প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছ। প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা আজকে এ সভায় বসেছিলাম।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন এবং সেই সাথে নতুন করে ২ হাজার ৩৮১ জন আক্রান্ত বলে শানাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান