করোনায় আক্রান্ত হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নমুনা প্রদান করেন। শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে যে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, এর মধ্যে পুলিশ সুপারও ছিলেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে কয়েকদিন আগে থেকে করোনার কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।