করোনায় গত ১০ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দিন দিন বেড়েই চলেছে। এক দেশে কমছে তো বাড়ছে অন্য দেশে। এরই মধ্যে এই ভাইরাসে প্রথম মৃত্যুর চার মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার ৩ লাখ ছাড়িয়েছে। আর বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ।

তবে ধীরে ধীরে হলেও বিশ্বজুড়ে মৃত্যুর হারটা কমছে। মৃত্যুর সংখ্যা ১ লাখ থেকে দেড় লাখ পূর্ণ হয়েছিল মাত্র সাত দিনে। সেখান থেকে ২ লাখে পৌঁছাতে সময় লেগেছিল আট দিন। ২ লাখ থেকে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ হয় ৯ দিনে, ৪ মে। এরপর মৃত্যু ৩ লাখ ছাড়াল গতকাল। অর্থাৎ এবার ১০ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

তবে সংক্রমণের হার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত মাসের শুরুতে দৈনিক সংক্রমণের হার সেই যে ৮০ হাজার পেরিয়েছিল, এরপর থেকে একনাগাড়ে সেই ধারাই চলছে। কোনো দিন ২ হাজার কমে তো পরের দিন ৫ হাজার বাড়ে। সর্বশেষ গত বুধবারও রোগী শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৮০ জন।