করোনা প্রতিরোধে সব ধরণের প্রস্তুতিই আমাদের আছে : আইইডিসিআর

যেকোনো সময় বাংলাদেশেও করোনাভাইরাস ছড়াতে পারে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন, আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় নতুন তিনজনসহ মোট ১১১ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানতা অবলম্বন করতে আহবান জানান তিনি। সংক্রমণ প্রতিরোধে সব ধরণের প্রস্তুতি রয়েছে। হাসপাতালগুলোতে আলাদা ইউনিট প্রস্তুত রাখার জন্য সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক আরো জানান, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত চীনসহ করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা ৮৯টি। নতুন করে আক্রান্ত হয়েছে ভুটান, ক্যামেরুন, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত সারা বিশ্বে ৯৮ হাজার ১৯২ জন আক্রান্তের বিষয় নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৮৭৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৯৯ জন। তবে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়ে ৫৫ হাজারেরও বেশি মানুষ বাড়ী ফিরে গেছে। যাদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৮২ ভাগই মৃদু আক্রান্ত।

আজকের বাজার/ এ.এ