করোনা সংক্রমিত বাংলাদেশির দায়িত্ব নেবে সিঙ্গাপুর: আইইডিসিআর পরিচালক

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নাগরিকের চিকিৎসার ব্যয় বহন করবে দেশটির সরকার।

মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তিনি আরো বলেন, এ পর্যন্ত ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর কোন নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। একইসঙ্গে চীন থেকে এসে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি। এই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি।

করোনাভাইরাস নিয়ে সংবাদ