কলম্বিয়ায় ইএলএন বিদ্রোহীরা ৬ জনকে অপহরণ করেছে

Members of the "Omar Gomez" Western War Front of the National Liberation Army (ELN) guerrilla line up in their camp on the banks of the San Juan River, Choco department, Colombia, on November 19, 2017. The ELN - the last active guerrilla force in Colombia since the government signed a peace deal with the larger Revolutionary Armed Forces of Colombia (FARC) - is taking advantage of an October 1 to January 9 ceasefire signed with the Colombian government to engage in fitness and military training in case fighting breaks out again. / AFP PHOTO / LUIS ROBAYO / TO GO WITH AFP STORY (Photo credit should read LUIS ROBAYO/AFP/Getty Images)

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ইএলএন মার্কসবাদী গেরিলারা একটি জঙ্গল এলাকায় তিন পুলিশ কর্মকর্তা ও এক সৈন্যসহ ছয় জনকে অপহরণের দাবি করেছে। খবর এএফপি’র।

কলম্বিয়ার সেনাবাহিনী জানায়, আরকুইয়া নদীতে ওই ছয় ব্যক্তি একটি নৌকায় করে যাওয়ার সময় তাদেরকে সেনাবাহিনীর পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা অবৈধভাবে আটক করে।

কট্টর ডানপন্থী নেতা ইভান ডুকের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে বিদায়ী প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোশের ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে ব্যর্থ হওয়ার ঘোষণা দেয়ার দুই দিন পর এই ঘটনা ঘটল।

ইএলএন ওয়েস্টার্ন ওয়ার ফ্রন্ট এর কমান্ডার ওমর গোমেজ সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছেন।

তিনি বলেন, আমরা এই ভদ্রলোকদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সবকিছু করছি।

আজকের বাজার/একেএ