কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদে যোগ দিলেন হায়দার এ খান

ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ কর্বেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনীতির অধ্যাপক হায়দার এ খান কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন। অধ্যাপক খান কায়রোতে আরব ট্রেড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রধান আন্তর্জাতিক উপদেষ্টা এবং জেনেভায় আঙ্কটাড মহাসচিবের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর এবং হিতোতশোবাসি বিশ্ববিদ্যালয়, টিলবার্গ বিশ্ববিদ্যায়, বেইজিংয়ের পিপলস বিশ্ববিদ্যালয় ও ইউএনইউ-ওয়াইডারের ভিজিটিং স্কলার। সেই সাথে তিনি টোকিওতে এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউটে ডিস্টিংগুইশড ভিজিটিং ফেলো এবং ব্যাংকের উপদেষ্টা ছিলেন।

অধ্যাপক খান ২০০৫ সালে একাডেমি অব ইন্টারন্যাশনাল বিজনেস থেকে মর্যাদাপূর্ণ ডিস্টিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড পান। এছাড়া তিনি কোস্টারিকা, মেক্সিকো, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, স্পেন, গ্রিস, ফিনল্যান্ড, মিসর, জর্ডান, তুরস্ক, ভারত, চীন ও জাপানসহ বিভিন্ন দেশে সম্মাননা লাভ এবং আমন্ত্রিত হয়ে বক্তব্য দিয়েছেন। অধ্যাপক খান কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি করেন। তিনি স্নাতকের শিক্ষার্থী হিসেবে আইজেনহাওয়ার কলেজে যোগ দেন এবং অর্থনীতি, গণিত ও দর্শনে স্নাতক হন। তিনি প্রধানত বিশ্বায়ন, ইকোনমিক ও ইকোনমেট্রিক মডেলিং, অর্থনৈতিক তত্ত্ব, আন্তর্জাতিক ও উন্নয়ন অর্থনীতি এবং রাজনৈতিক অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান