কাঠমান্ডুতে বিস্ফোরণে নিহত ৩, আহত ৮

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক বিস্ফোরণে তিনজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।

রোববারের এসব বিস্ফোরণ মাওবাদীদের দলছুট একটি গোষ্ঠী ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।

পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গাওয়ালি বলেন, কর্তৃপক্ষ এসব বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে।

তিনটি বিস্ফোরণের মধ্যে কাঠমান্ডুর নিকটে কয়েক মিনিটের ব্যবধানে দুটি এবং কয়েক ঘণ্টা পর তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

কাঠমান্ডুর উত্তরাঞ্চলে প্রথম বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়। কয়েক মিনিট পরে নগরীর কেন্দ্রস্থলের ঘাটিকুলো আবাসিক এলাকায় একটি বাড়ির ভিতরে বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়। তৃতীয় বিস্ফোরণটি ঘটে কাঠমান্ডুর থানকোট এলাকায় একটি ইটভাঁটির কাছে, এখানে দুই জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এসব হামলার জন্য নেপাল কর্তৃপক্ষ মাওবাদী গোষ্ঠীর দিকে সন্দেহের তীর ছুঁড়লেও এখনো পর্যন্ত কেউ তার দায় স্বীকার করেনি।

আজকের বাজার/এমএইচ