কানাডায় সর্বকালের সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লিটন শহরে মঙ্গলবার  তৃতীয় দিনের মতো সর্বকালের সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে এ কথা জানা যায়।
দেশটির পশ্চিমাঞ্চল এবং মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহ চলছে।
লিটন ক্লাইমেট স্টেশন থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে পর পর তৃতীয় দিনের মতো ৪৯.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এটি সর্বকালের রেকর্ড ভঙ্গকারী।