কাবুল বিমান বন্দরে নিরাপত্তা হুমকি : আশে পাশের মার্কিন নাগরিকদের সড়ে যাবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র শনিবার কাবুল বিমান বন্দরের কাছে আবারো একটি “নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য সূত্রের হুমকি” সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের এলাকা থেকে চলে যাওয়ার আহবান জানিয়েছে।
তালেবানের নিয়ন্ত্রনের পর দেশ ছেড়ে যাওয়ার জন্য কাবুল বিমান বন্দরের কাছে জড়ো হওয়া লোকদের ওপর ভয়াবহ বোমা হামলার কয়েক দিন পরে শনিবার যুক্তরাষ্ট্র এই সতর্কতার কথা জানালো।
বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জরুরি সতর্কতার মধ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে স্থানান্তরের প্রচেষ্টা বাধা গ্রস্থ হচ্ছে। এতে বাধ্য হয়ে মার্কিন বাহিনী তালেবানদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হয়েছে, যাতে গত বৃহস্পতিবারের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
কাবুলে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতায় বলেছে, “একটি নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য সূত্রের হুমকির কারণে কাবুল বিমান বন্দরের আশেপাশের সমস্ত এলাকা থেকে মার্কিন নাগরিকদের অতি দ্রুত সরে যাওয়া উচিত।”
দূতাবাসের সতর্কতায় “দক্ষিণ (বিমান বন্দর সার্কেল) গেট, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নতুন গেট এবং বিমান বন্দরের উত্তর-পশ্চিমদিকে পাঞ্জশির পেট্রোল স্টেশনের কাছের গেটে হুমকির কথা উল্লেখ করা হয়েছে।”
এরআগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছেন যে, তার সামরিক কমান্ডাররা বিশ্বাস করেন যে “আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে” নতুন আক্রমন আসতে পারে। তিনি পরিস্থিতিকে অত্যন্ত বিপদজনক বলে উল্লেখ করেন।