কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার গুলিতে ৪ পাকিস্তানি নিহত

ভারতীয় সেনার গুলিতে ৪ পাকিস্তানি নিহত হয়েছেন।এছাড়া অন্তত দশ বেসামরিক লোক আহত হযেছে।

শুক্রবার (১৮ মে ) সিয়ালকোট সীমান্তে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর জবাবে ভারতীয় চেক পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে তাদের মধ্যে দুটি যুদ্ধও হয়েছে।

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি হোটেলে ২০০৮ সালে জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পশ্চিমা নাগরিকসহ ১৬৬ জন নিহত হয়।

নয়াদিল্লির দাবি, পাকিস্তানি বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতে প্রবেশ করে এই হামলা চালিয়েছে। এজন্য পাকিস্তানভিত্তিক বিদ্রোহী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার নেতা হাফিজ সাঈদকে ভারতের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে নয়াদিল্লি।

কিন্তু ইসলামাবাদ এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ভারতের দাবির ব্যাপারে কোনো প্রমাণ নেই।

আরজেড/