কিমের সঙ্গে বৈঠক বাতিল ট্রাম্পের

সাম্প্রতিক সময়ে উত্তর কোরীয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে ‘ক্ষুব্ধ ও প্রকাশ্য শত্রুতা’ মনোভব প্রকাশ করায় দেশটির নেতা নেতা কিম জং উনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার দিনক্ষণ ঠিক হওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার কিমকে এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে বৈঠকের জন্য উদগ্রীব ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক এক বিবৃতি ছিল ক্ষোভে ভরা এবং প্রকাশ্য শত্রুতামূলক। তাই আমি মনে করি পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয়।’

ট্রাম্প লিখেছেন, আপনি আপনার পামাণবিক সক্ষমতার কথা বলেছেন। কিন্তু আমাদের কাছে এর চেয়েও ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র রয়েছে। কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এগুলো কখনও ব্যবহৃত না হয়।

এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। ‘উত্তর কোরিয়াকে লিবিয়ার ভাগ্য বরণ করতে হবে’- পেন্সের এমন বক্তব্যের জবাবে তাকে স্টুপিড বলেও সম্বোদন করেন ওই মুখপাত্র।

আজকের বাজার/ এমএইচ