কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ডাকাতির সময় হত্যার মামলায় দুই সহোদরসহ চারজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড পেয়েছেন।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাসেম ও নজরুল এবং একই গ্রামের লিটন ও সাত্তার।

যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন দুই সহোদরের আরেক ভাই সিরাজ, একই গ্রামের খোকন ও কান্তু মিয়া এবং পার্শ্ববর্তী হাসনপুর গ্রামের সাহেদ।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের সাবেক তদারক সহকারী কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালোপানি বজরা গ্রামের আব্দুর রহমান আমিন চাকরি থেকে অবসর নেয়ার পর সিংগুয়া গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় জায়গাজমি কিনে স্থায়ীভাবে বসবাস করতেন। ২০০৬ সালের ২২ এপ্রিল রাত ১টার দিকে আসামিরা তার বাড়িতে ডাকাতি করতে গেলে তিনি বাধা দেন। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।