কুমিল্লায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

কুমিল্লা জেলা

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতরা হলেন- শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম(৪৫)ও একই গ্রামের আবদুছ ছোবহানের ছেলে চা দোকানদার শানু মিয়া (৬০)।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির।

তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত পুর্বশত্রুতার জের ধরে শনিবার সকালে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ উভয় গ্রুপ একে অপরকে আক্রমণ করে।

এতে শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় আহত হয় আরো অন্তত ১৫ জন। তাদের মধ্যে গুরুতর ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুছ ছোবহানের ছেলে চা দোকানদার শানু মিয়া সেখানে মারা যায।

নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন যাবত জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলায় তারা দু’বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। সকালে তারা বাড়িতে আসলে লিটন গ্রুপের লোকজন হামলা চালায়। তাতে দু’জন মারা যায়। নিহত দু’জনই শামছুল হক গ্রুপের বলেও সে জানায়।

আজকের বাজার/এমএইচ