কুমিল্লায় জানুয়ারি মাসে ১২ খুন

কুমিল্লায় জানুয়ারি মাসে ১২টি খুনের ঘটনা ঘটেছে। যা ডিসেম্বর মাসের চেয়ে বেশি।

সোমবার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় অজ্ঞাত খুন ৩টি, পারিবারিক কলহের জেরে ১টি, ধর্ষণের পর হত্যা ১টি ও অজ্ঞাত লাশ উদ্ধার ১টিসহ মোট ১২টি খুনের ঘটনা ঘটেছে।

এছাড়া জানুয়ারি মাসে ২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক, অস্ত্র, চোরাচালান ও দ্রুত বিচারসহ বিভিন্ন আইনে মামলা হয়েছে ৪০৫টি। এর মধ্যে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ২০৩টি।

একই মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেটরা ২০৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এতে মোট ৩৫৬টি মামলায় ৩২ লাখ ৫৭ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজকের বাজার/এমএইচ