কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৫ শিশু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ শিশু। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ রয়েছে। পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ হিসেবে পাঠানো কুমিল্লার লালমাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ শিশুকে প্রধানমন্ত্রীর উপহারের ২০ জনকে শিক্ষা বৃত্তি ও পাঁচ জনকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ উপহারগুলো তুলে দেন।

লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর এটি বিশেষ উপহার।

এ সময় উপস্থিত ছিলেন, পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, লালমাই উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন, বিমল সিংহ, নাজির বাবু রতন সিংহ সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান