কুর্দি কর্তৃপক্ষ ২১ এতিম শিশুকে সিরিয়া আল-হল শিবির থেকে সরিয়ে নিয়েছে

কুর্দি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা শনিবার উত্তর-পূর্ব সিরিয়ার একটি অসম্পূর্ণ বাস্তুচ্যুত শিবির থেকে ২১ জন এতিমকে স্থানান্তরিত করেছে, তাদের মধ্যে দু’জন ফরাসী শিশুকেও প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে।

ফ্রান্স, মিশর এবং দাগেস্তানের কয়েকজন শিশু সহ এই শিশুরা হ’ল আইসিসের যোদ্ধাদের আত্মীয়-স্বজনের বাসস্থান আল-হল শিবিরে বসবাসকারী ২২৪ জন এতিমের একটি অংশ মাত্র।

আল-হলের আধিকারিক জাবের মোস্তফা বলেছেন, তাদেরকে উত্তর-পূর্ব সিরিয়ার রোজের কুর্দি-পরিচালিত বন্দোবস্তে স্থানান্তর করা হয়েছিল।

আজকের বাজার/লুৎফর রহমান