কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক নির্বাচন কর্মকর্তা।

বুধবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উলিপুর-নাজিমখান সড়কের মাঠেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিঠু কুমার (৩২)। মিঠু কুমার উপজেলার কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি।

এ ঘটনায় গুরুতর আহত রাইনুল ইসলাম নামে অপর এক নির্বাচন কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাহেনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী।

জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসারবাজার এলাকার বীরেন্দ্র নাথের পুত্র মিঠু কুমার ও একই এলাকার বদরুল ইসলামের পুত্র রাহেনুল ইসলাম সকালে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে মাঠেরপাড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালু ভর্তি ট্রলিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মিঠুর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।

রাহেনুলকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ