কোটা পর্যালোচনা কমিটির প্রথম সভা আজ

ফাইল ছবি

সরকারি চাকরির কোটাব্যবস্থা পর্যালোচনার সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হবে।

সভাটি অনু্ঠিত হবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে। এতে উপস্থিত  থাকবেন কমিটির বাকি ৬ সদস্য। বৈঠকে কোটা সংক্রান্ত বিদ্যমান সব ধরনের বিধি-বিধান, নির্বাহী আদেশ, প্রজ্ঞাপন ও প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কোটা কিভাবে এলো তা প্রথম বৈঠকে তুলে ধরা হবে। ২০১০ সালে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের পর যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করা হবে। একই সঙ্গে কমিটি কী করতে চায় তার একটি কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে।

গত ২ জুলাই রাতে কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদসচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের সচিব কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএম/