কোটা সংস্কার: সারাদেশে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার থেকে সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান শনিবার এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

একই সঙ্গে রোববার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে হামলায় আহতদের মধ্যে নুরুল হক নুরের অবস্থা অাশঙ্কা জনক বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ ছাত্রলীগের নেতারা এই হামলা চালিয়েছে।

আরএম/