কোন নীতিমালার আলোকে পিএইচডি, জানতে চায় হাইকোর্ট

প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন নীতিমালার আলোকে পিএইচডি ডিগ্রী প্রদান করছে তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইউজিসিকে তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষকের পিএইচডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি এএফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া পিএইচডি ডিগ্রী প্রদানের চূড়ান্ত হওয়ার আগে জালিয়াতির ঘটনা রোধে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাচাই-বাছাই কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এছাড়া জালিয়াতির রোধের কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

গত ২২ জানুয়ারি এ বিষয়ে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

আজকের বাজার/এমএইচ