কোভিড-১৯ ত্রাণ বিল পাশে কংগ্রেসের প্রতি ট্রাম্পের আহ্বান

In this image provided by the White House, President Donald Trump listens during a phone call with Vice President Mike Pence, Secretary of State Mike Pompeo, and Chairman of the Joint Chiefs of Staff Gen. Mark Milley, Sunday, Oct. 4, 2020, in his conference room at Walter Reed National Military Medical Center in Bethesda, Md. White House chief of staff Mark Meadows was also in the room, but not pictured, according to the White House. (Tia Dufour/The White House via AP)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড় ও কেন্দ্রীভূত’ কোভিড-১৯ ত্রাণ বিল পাশের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ছেন।
দেশটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় শনিবার তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প টুইট করে বলেন, ‘কংগ্রেসকে কোভিড -১৯ ত্রাণ বিল অবশ্যই পাশ করতে হবে। এ জন্য ডেমোক্রেটদের সহায়তা প্রয়োজন। বিলটিকে বড় ও কেন্দ্রীভূত করতে হবে। এটি পাশ করুন।’
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সর্বোচ্চ প্রায় ২ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে পঞ্চমবারের মতো একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড স্থাপিত হয়েছে।
মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়াকে ‘রেড এলার্ট’ হিসেবে উল্লেখ করেন এবং কংগ্রেসে সকলকে এক হতে বলেন।
এদিকে গত কয়েকমাস ধরে কোভিড-১৯ ত্রাণ প্যাকেজ নিয়ে পেলোসি ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিন আলোচনা চালিয়ে আসলেও সমঝোতায় পৌছাতে ব্যর্থ হন।
ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ করোনা মোকাবেলায় ২.২ ট্রিলিয়ন ত্রাণ বিল পাশ করে। কিন্তু কিছু রিপাবলকান সিনেটর এই প্যাকেজ এক ট্রিলিয়নেরও কম করার ওপর জোর দেন। শেষ পর্যন্ত অক্টোবরে তারা ৫শ’ বিলিয়নের একটি অগ্রিম বিল পাশেও ব্যর্থ হয়।