ক্লাশে ফিরল গ্রেটা থুনবার্গ

সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ক্লাশে ফিরেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনে ব্যস্ত থাকায় এক বছর ধরে তিনি ক্লাশের বাইরে ছিলেন।
সোমবার ১৭ বছর বয়সী গ্রেটা টুইট করে বলেন, স্কুলের সাথে বছরের দূরত্ব শেষ হয়েছে। অবশেষে আবারো স্কুলে ফিরতে পেরে আমার দুর্দান্ত লাগছে। এ সময়ে তিনি স্কুলব্যাগ কাঁধে ও সাইকেলে হাত রাখা তার একটি হাস্যোজ্জ্বল ফটোগ্রাফও পোস্ট করেন। তবে কোন শহর বা স্কুলে তিনি তার পড়াশুনা অব্যাহত রাখবেন সে সম্পর্কে কিছু বলেননি।
গ্রেটা ২০১৯ সালের জুনে তার স্কুল ইয়ার শেষ করে বিশ্বজুড়ে ভ্রমণ শুরু করেন। তাতে মনে করা হচ্ছিল তিনি হয়তো তার লেখাপড়ায় ইতি টেনেছেন।
উল্লেখ্য, গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে আন্দোলন করে বিশ্বব্যাপী সাড়া ফেলেন। স্ইুডেনের সংসদের বাইরে অবস্থান নিয়ে তিনি তার আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক হয়ে উঠেন। তার সক্রিয় আন্দোলনে উদ্বুদ্ধ হয় বিশ্বের অনেক শিক্ষার্থী।