খল অভিনেতা রাতিনের ইন্তেকাল

দেশের অন্যতম খল অভিনেতা আবদুর রাতিন (৬৪) মঙ্গলবার ১৮ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাতিনের ছোট ভাই সাংবাদিক অঞ্জন রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েক দিন আগে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হলে রাতিনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার কিডনি ও লিভারে জটিলতা দেখা দেয়। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। এ অবস্থায় ৬ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে ৯ জুলাই তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সবশেষে দুদিন আগে নিয়ে যাওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।

বুধবার বেলা সাড়ে তিনটায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে রাতিনের মরদেহ স্বামীবাগে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আবদুর রাতিনের ভাই অঞ্জন রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘মূলত চিকুনগুনিয়া থেকেই ভাইয়ার অবস্থা খারাপের দিকে যায়। কারণ, ৫০-এর বেশি বয়স হলে এই জ্বর মারাত্মক প্রভাব ফেলে শরীরে। ভাইয়ার বেলায় সেটাই হয়েছে। অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলাম না।

আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭