খালেদার অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচারকাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত নবগঠিত অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে হাজিরা দিতে এবং যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন।

এ মামলায় প্রতি ধার্য তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে থাকবেন খালেদা জিয়া।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক।

আজকের বাজার/এমএইচ