খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করলো সৌদি আরব

সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে (৫৯) ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছে সৌদি আরব।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডের দিন কনস্যুলেটের ভেতর থাকা কয়েকজনের সাথে খাসোগির লড়াই হয়। পরে তাকে সেখানেই হত্যা করা হয়।

শনিবার সকালে সৌদির সরকারি কৌঁসুলির এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত লেখক ও সাংবাদিক খাসোগি নিখোঁজের ২ সপ্তাহ পর এ ঘোষণা দিল সৌদি। এর আগে বরাবরই তাকে হত্যার কথা অস্বীকার করে আসছিল দেশটি।

খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে বহিষ্কার করেছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির এ ঘোষণাকে ‘একটি ভালো পদক্ষেপ’ উল্লেখ করলেও খাসোগির হত্যার ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর খাসোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর যান। সেখান থেকে তাকে আর বের হতে দেখা যায়নি।

তার নিখোঁজের ঘটনাটি তুরস্ক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত বিষয় হয়ে ওঠে। তথ্যসূত্র-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ