খুলনায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত সজীব খান (২২) গোপালগঞ্জ জেলা সদরের পুটিবাড়ি এলাকার সাইদ খানের ছেলে। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে ২১ জনের মৃত্যু হলো।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরপি চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সজিব খান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।

অক্টোবরের শেষ দিকে এসেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২২ জন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে ৭৯ জন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৯৩৮ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৯৭ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৬৬টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১০৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

আজকের বাজার/এমএইচ