খুলনায় মহাসড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

মহাসড়ক সংস্কারের দাবিতে খুলনায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক লরি মালিক সমিতির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এই ধর্মঘট চলছে।

এতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে। তবে পূর্বঘোষিত এই কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি।

আন্দোলনকারীরা জানায়, খুলনা-যশোর মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে ছোট-বড় দুর্ঘটনায় প্রতিদিন ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পথে আর গাড়ি চালাতে চায় না চালকেরা। দ্রুত ওই সড়ক সংস্কার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

আরএম/এমআর