খেলাধুলার মাধ্যমে শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

দেশের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে আওয়ামী লীগ সরকার সব সময় সব ধরনের খেলাধুলার প্রতি গুরুত্ব দেয় বলে শনিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় খেলাধুলায় গুরুত্ব দেয় এবং আমরা চাই শিশুরা খেলাধুলায় অংশ নিয়ে বেড়ে উঠুক।’

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

টুর্নামেন্টের ফাইনালে ফিলিস্তিন ৩-১ গোলে বুরুন্ডিকে পরাজিত করে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় দেশের শিশুরা যাতে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠে।

‘এ জন্য আমরা বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি,’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং এ জন্যই স্বাধীন বাংলাদেশে এমন টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে।

তিনি টুর্নামেন্টে অংশ নেয়া সব দেশকে ধন্যবাদ দেন এবং শিরোপা বিজয়ী ফিলিস্তিনকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে মেডেল, চেক ও কাপ বিতরণ করেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ