খোলা ট্রাকে বর্জ্য পরিবহন বন্ধের নির্দেশ

ঢাকার দুই সিটি কর্পোরেশনে খোলা ট্রাকে বর্জ্য পরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া এ দুই সিটি করপোরেশনে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৬ অক্টোবর সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকনাবিশিষ্ট যানবাহন দিয়ে নির্ধারিত সময়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা জানিয়ে ৪৫ দিনের মধ্যে আদালতকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও মাহফুজুর রহমান মিলন। সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭