গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে : ফখরুল

গণআন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়া পল্টনে অবস্থান কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে একটি পরিত্যক্ত কারাগারে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। এর মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে রাজধানীর আশেপাশে থেকে আসতে থাকেন নেতাকর্মীরাও। খালেদা জিয়ার মুক্তির দাবির পাশাপাশি নিরপক্ষে সরকারের অধিনে নির্বাচনএর দাবি জানিয়েছেন তারা। প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচির কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নেয়া হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। পরে সেখান থেকে দ্বিতীয় দফায় স্থান পরিবর্তন করে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছে তারা।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮