গণবিক্ষোভকালীন বন্দীদের ছেড়ে দেয়ার অঙ্গীকার ইরাক সরকারের

ইরাকে গত অক্টোবরের গণবিক্ষোভকালে যারা গ্রেফতার হয়েছেন তাদের ছেড়ে দেয়ার অঙ্গীকার করেছে দেশটির নতুন সরকার।
এছাড়া বিক্ষোভকালে নিহত ৫৫০ জনেরও বেশি লোকের আত্মীয়স্বজনকে ক্ষতিপূরণ দান এবং ন্যায়বিচারেরও অঙ্গীকার করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোস্তফা খাদেমি’র মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর রোববার টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
একইসঙ্গে তিনি ইরাকে রক্তপাতের জন্যে যারা দায়ী তাদের আইনের আওতায় আনারও অঙ্গীকার করেন।
অক্টোবরে গণবিক্ষোভকালে খাদেমি ইরাকের গোয়েন্দা প্রধান ছিলেন। তার আগের সরকার প্রধান আদেল আবদেল মাহদি সেই অক্টোবর থেকে বলে আসছিলেন, বিক্ষোভকারীদের ওপর যেসব অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছিল তাদের খুঁজে পাওয়া যায়নি। ইরাকে রাজনৈতিক পদ্ধতির সার্বিক পরিবর্তনের দাবিতে তখন জনগণ রাস্তায় নামে। তারা অনেকেই সেসময় জেনারেল আবদুল ওহাব আল সাদির প্রতিকৃতি বহন করছিল। ২০১৭ সালে আইএস সদস্যদের মসুল থেকে বিতাড়িত করার সামরিক অভিযানে তিনি কৃতিত্বের সঙ্গে নেতৃত্ব দেন।
আবদেল মাহদি তাকে সেপ্টেম্বরে বরখাস্ত করেছিলেন। খাদেমি শনিবার তাকে সন্ত্রাস বিরোধী
প্রধান হিসেবে পুনরায় নিয়োগ দেন। আর এ ইউনিটটির সৃষ্টি ও অর্থায়ন করছে আমেরিকানরা।
ইরাকের নতুন এ প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বাগদাদে ওয়াশিংটনের লোক হিসেবে দেখা হয়। আবার অন্যদিকে তার সাথে আমেরিকার ঘোরতর প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের সঙ্গেও নিবিড় সম্পর্ক রয়েছে।
খাদেমি আগাম নির্বাচনের জন্যে নতুন নির্বাচনী আইন পাশ করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।