রাজধানীর উত্তর ও দক্ষিণে গরুর মাংসের দুই দাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গরুর মাংসের দামের দুই রকম চিত্র দেখা যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকার বাসিন্দারা পবিত্র রমজান মাসে গরুর মাংস কিনতে পারছেন ৪৫০ টাকা কেজিতে। বিপরীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একই মাংসের দর কেজিপ্রতি ৪৮০-৫০০ টাকা।

এই বিপরীত চিত্রের কারণ, ডিএসসিসি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে গরুর মাংসের দর নির্ধারণ করে দিয়েছে। বিক্রেতারাও নির্ধারিত দরেই মাংস বিক্রি করছেন।

কিন্তু ডিএনসিসি মাংস ব্যবসায়ীদের সঙ্গে কোনো বৈঠক করেনি। এ কারণে দামও নির্ধারণ হয়নি বলে দাবি মাংস ব্যবসায়ীদের।

ডিএসসিসি এলাকার তিনটি ও ডিএনসিসি এলাকার ছয়টি বাজার ঘুরে গরুর মাংসের দুই রকম দাম দেখা যায়।

দক্ষিণে হাতিরপুল বাজার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বাজার ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এসব বাজারে কেজিপ্রতি ৪৫০ টাকা দরে মাংস বিক্রি হচ্ছে। প্রতিটি দোকানে সিটি করপোরেশনের সিলসহ মাংসের দরের তালিকা ঝোলানো আছে।

উত্তরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও বাজার ঘুরে দেখা যায়, সেখানে ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে সিটি করপোরেশনের তালিকা ঝোলানো নেই।

আজকের বাজার/একেএ