গাজায় দুটি চেক পয়েন্টে বিস্ফোরণে ৩ পুলিশ নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দুটি চেক পয়েন্টে বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত এবং দুজন পথচারী আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম বিস্ফোরণে পর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। প্রথম হামলার এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে শহরের প্রধান উপকূলীয় সড়কে অপর বিস্ফোরণে আরেক কর্মকর্তার মৃত্যু হয়।

বিস্ফোরণের পর চেক পয়েন্টের চারদিকে রক্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয় এবং রাস্তা বন্ধ করে দেয়া হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় কোনো পক্ষ দায় স্বীকার না করলেও এ ধরনের রক্তাক্ত ঘটনা হামাস ও মৌলবাদী গোষ্ঠী সালাফি গ্রুপের আগের রক্তাক্ত সংঘাতের কথা স্মরণ করে দেয়। হামাস মনে করে, সালাফি গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী।

হামাসের প্রধান ইসমাইল হানিয়েহর ভাষ্য, গাজা এ ধরনের ঘটনা ‘সামাল দিতে’ জানে।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবে কিছু বিষয় নিয়ন্ত্রণ করা হবে এবং এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত সব পক্ষকে জবাবদিহি করতে হবে।’

বিস্ফোরণের পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলকে দায়ী করে টুইট করলেও পরে তা মুছে ফেলেন। অপরদিকে এ ঘটনা সম্পর্ক অবগত নয় বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ