গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছয় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বৃহস্পতিবার ৮ মার্চ সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে সাড়ে ত্রিশ হাজার বর্গফুটের একতলা স্টিল স্ট্রাকচার ভবনে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার টন তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরএম/