গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১০ জনের লাশ হস্তান্তর

প্রতীকী ছবি

গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ডিএনএ নমুনা সংগ্রহের পর সোমবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা প্রশাসক শাহীনুর ইসলাম বলেন, পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করার আগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের তরিকুল ইসলাম, দিনাজপুরের লিমন ইসলাম, ফয়সাল খান ও উত্তম চন্দ্র দাস, গাজীপুরের শ্রীপুরের শামীম ও রাশেদ, রংপুরের ফরিদুল ইসলাম, নরসিংদীর সজল মিয়া, নওগাঁর পারভেজ এবং ব্রাহ্মণবাড়িয়ার ইউসুফ মিয়া।

রবিবার সন্ধ্যায় সদর উপজেলার কেশরিতায় ‘রওজা হাইটেক লাক্সারি ফ্যান’ কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ১০ জন শ্রমিক নিহত হন।

এ ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহীনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজকের বাজার/এমএইচ