গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর বহুতল ভবনের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর শুনে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে অন্য ইউনিট যোগ দেয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

মার্কেটের আশপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেছেন। এর ফলে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের পানি সরবারহের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।