গেইনারের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৩  দশমিক ১৯ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৪৩ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ফান্ডের ২ কোটি ১৯ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১০  দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে  ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ৯.৭৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮.১৭ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ৮.৭ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৭.৮০ শতাংশ, এসিআই ফরমুলেশনসের ৭.৪০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭.৩৯ শতাংশ ও মুন্নু সিরামিকের ১৫.২৯ শতাংশ দর বেড়েছে।

এমআর/