গেইনারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেকিট বেনকিজারে ৬ দশমিক ৪৩ শতাংশ, রেনেটায় ৬ দশমিক ২২ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে ৫ দশমিক ৮৪ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ৫ দশমিক ৩১ শতাংশ, ড্রাগন সোয়েটারে ৪ দশমিক ৭২ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে ৪ দশমিক ৪২ শতাংশ এবং ন্যাশনাল টি কোম্পানিতে ৩ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।