গেইনারের শীর্ষে রূপালী ব্যাংক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭৬ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৩১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৪ কোটি ৬৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার।

তালিকার ৫ম স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৮১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৬৯ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংকের ৮ দশমিক ১৯ শতাংশ, ম্যারিকোর ৭ দশমিক ৭৯ শতাংশ, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৭ দশমিক ৩২ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ৭ দশমিক ০৫ শতাংশ, এবং এক্সিম ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।