গোপালগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন শুরু

গোপালগঞ্জে ৩ দিনব্যাপি জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (২২ জুন) কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন  করেন।

নজরুল ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি শোভাযাত্রাও বের করা হয়।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, নজরুল ইনস্টিটিউটের পরিচালক কবি রোজাউদ্দিন স্টালিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক জানান, ৩ দিনের এ সম্মেলনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বরেণ্য নজরুল গবেষক ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

আজকের বাজার/এসএম