গোপালগঞ্জে ভাসমান বেডে খরিপ-২ মৌসুমে উৎপাদিত ফসলের মাঠ দিবস

গোপালগঞ্জে ভাসমান বেডে খরিপ-২ মৌসুমে উৎপাদিত বিভিন্ন ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিএসও ড. আলিমূর রহমান ও পিএসও  ড. মোঃ গোলাম কিবরিয়া ।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের প্রধান উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহসীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গণমাধ্যম কর্মী মনোজ কুমার সাহা, কৃষক শক্তি কীর্ত্তনীয়া, পলু শেখ, কৃষাণী সঞ্চিতা হালদার প্রমূখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন। (বাসস)