গোসলের সময় নারীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় মারধর

ফেনীর সোনাগাজীতে পুকুরে গোসলের সময় নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. মোস্তফা নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পশ্চিম পালগিরি গ্রামের জামেয়া মাচ্ছা পুকুর বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী মোস্তফা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মাচ্ছা পুকুরে প্রতিদিন দুপুরে গোসল করেন নারীরা। এ সময় তাদের উদ্দেশ্য করে অপর ঘাটে বসে অশালীন মন্তব্য করেন কয়েকজন লোক। বৃহস্পতিবার দুপুরেও তারা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে বাধা দিলে মোস্তফার ওপর হামলা চালান তারা।

আহত মোস্তফা জানান, মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন তিনি। এ সময় তাকে মারধর করেন নারী উত্ত্যক্তকারী মো. বেলাল হোসেন, আবুল হোসেন, জালাল আহমেদ ও আবুল খায়ের। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আশপাশের লোকজন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ দাইয়ান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আহত বৃদ্ধ মো. মোস্তফা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান