চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত আরও ১১ জনের পরিচয় শনাক্ত

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, তাদের মধ্যে নয়জন পুরুষ ও দুইজন নারী।

বুধবার মালিবাগস্থ কার্যালয়ে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার সাংবাদিকদের জানান, নিহত নারীর নাম নাসরিন জাহান ও ফাতেমা জহুরা।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ৬৭ জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ২৩ ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে নিহত একজনের হাত উদ্ধার করা হয়।

সিআইডি কর্মকর্তা জানান, মরদেহের জন্য নিহতদের স্বজনদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে ১১ জনের মরদেহের সঙ্গে ২৩ ব্যক্তির ডিএনএ নমুনা মিল পাওয়া গেছে।

বাকি মরদেহের পরিচয় শনাক্ত করতে আরও ১০-১২ দিন সময় লাগবে বলেও জানান ওই কর্মকর্তা।

রেজাউল হায়দার বলেন, তারা সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে তাদের প্রতিবেদন পাঠিয়েছেন। আদালতের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।

নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ওয়াহিদ ম্যানশনের সামনে আগুনের সূত্রপাত হয়। এ আবাসিক ভবনটিতে রাসায়নিকের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আজকের বাজার/এমএইচ