চকবাজার ট্র্যাজেডি: নিহতদের ১ কোটি ও আহতদের ৫০ লাখ ক্ষতিপূরণ দেওয়ার দাবি

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তারা এ দাবি জানায়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডা. এম এ সামাদ বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের এক কোটি টাকা ও আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা মনে করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ সরকারের নেই। একটি সভ্য দেশে আবাসিক এলাকায় এমন রাসায়নিক কারখানা থাকতে পারে না। এর দায় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে।

এ সময় তিনি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবাসিক এলাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্ববায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম প্রমুখ।

আজকের বাজার/এমএইচ