চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মী আটক

চট্টগ্রামে জামায়াত ও শিবিরের ২১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নেতাদের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির আ জ ম ওবায়দুল্লাহ, ইসলামী ছাত্র শিবির মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল হাসান লদি, সেক্রেটারি ইমরানুল হকসহ কমিটির বেশ কয়েকজন নেতা আছে।

শনিবার (২৩ জুন) পর্যটন করপোরেশনের একটি মোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছেু বলে জানিয়েছে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন।

মোস্তাইন বলেন , “গোপন সংবাদের ভিত্তিতে মোটেল সৈকতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনীর নামে ওই মোটেলে জড়ো হয়েছিলেন। কিন্তু তারা পুলিশের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেননি।

মোটেল সৈকতে দক্ষিণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নগর কমিটিরর নায়েবে আমির ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ জ ম ওবায়দুল্লাহ।

পুলিশ বলছে, ঈদ পুনর্মিলনী বলা হলেও মূলত আয়োজন দুটি ছিল সংগঠনের বৈঠক। অনুমতি ছাড়া এ ধরনের রাজনৈতিক জমায়েত করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরজেড/