চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত ৫

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫), মোশারফ ( ২৬) ও  অটোরিকশা যাত্রী মহিউদ্দিন ( ৬০)।
আহত দুজন হলেন- অটোরিকশা যাত্রী দুই ভাই লিটন ( ২৫), সোহেল ( ২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএসজিচালিত অটোরিকশা চালকদের দ্রুতগতির ট্রাকটি চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী স্থানীয়রা জানান, মীরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা সকাল থেকে যাত্রীর অপেক্ষায় ছিলেন। সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬৫২৩৫) মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশাচালক ও যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় চালক মোশাররফ।
সীতাকুণ্ডে কুমিরা ইউনিটের ফায়ার স্টেশন অফিসার শামছুল আলম দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, দুর্ঘটনার পর মীরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।
লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাকের ড্রাইভারকে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছ।
আজকের বাজার/এমএইচ