চট্টগ্রামে প্রতারক ৯ তাবিজ বিক্রেতা আটক

চট্টগ্রামে কথিত তাবিজ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নয় জন প্রতারককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইউসুফ (২৮), স্বপন (৪০), আবুল কালাম (৩৮), জহিরুল ইসলাম (৩০), মোস্তফা (৫২), জামাল হোসেন (৩০), সাদ্দাম হোসেন (২৫), আলমগীর (২৩) ও জিকুব আলী (৩০)।

আটকের সময় তাদের কাছ থেকে একটি সাউন্ড সিস্টেম ও কথিত যাদু দেখানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে, যাদু দেখিয়ে ও সাপের খেলা দেখানোর মাধ্যমে মানুষ জড়ো করে তারা কথিত তাবিজ বিক্রির নামে প্রতারণার করতেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, টাইপাসের সবুজ বিপ্লব নার্সারির সামনে থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের নয় জন সদস্যকে আটক করা হয়েছে। তারা পথচারী ও নিম্ন আয়ের মানুষের কাছে প্রতারণার মাধ্যমে যাদু দেখানো, সাপের খেলা, তাবিজ বিক্রির অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।

উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে খুলশী থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাজার/একেএ