চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস শুরু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় গত সোম ও মঙ্গলবার দুইদিন পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়।

আজ বুধবার  (২৫ জুলা্ই) থেকে আবহাওয়া অনুকূলে থাকায় পুরোদমে পণ্য খালাস  শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন)  গোলাম ছরওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশ থেকে পণ্য নিয়ে আসা বড় জাহাজ (মাদার ভেসেল) সরাসরি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে রেখে ছোট ছোট লাইটারেজ জাহাজে পণ্য খালাস করা হয়।

কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও সাগর উত্তাল থাকায় সোমবার ও মঙ্গলবার সাগরে পণ্য খালাস কার্যক্রম বিঘ্নিত হয়। দুই শতাধিক লাইটারেজ জাহাজ পণ্য খালাসের জন্য কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে অপেক্ষমাণ ছিল। তবে বহির্নোঙ্গরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হলেও বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য লোড-আনলোড স্বাভাবিক ছিল।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে। আকাশ মেঘলা থাকবে।

এসএম/