চলতি মাসের ১৫ দিনেই তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে ৮৪ শতাংশ

চলতি মাসের প্রথম ১৫ দিনেই তৈরি পোশাক খাতের রপ্তানি কমেছে প্রায় ৮৪ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারক দেশগুলোতে করোনার প্রভাবে ক্রয়াদেশ বাতিল হওয়ায় এই অবস্থা। তবে আগামী দুই তিন মাসের মধ্যে দেশের এ খাতের রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন ব্যবসায়ীরা।

দেশের রপ্তানি গন্তব্যের প্রায় প্রতিটি দেশই আক্রান্ত করোনা ভাইরাসে। কোনো কোনো দেশ, আংশিক কিংবা পুরো লকডাউনে। এ অবস্থায় একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হওয়ায়, স্থবিরতা নেমে এসেছে দেশের পোশাক খাতে।

বিজিএমইএ’র হিসাবে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রপ্তানি হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ডলার। যা গত বছর একই সময়ে ছিলো ১১৯ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ডলার।

ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতের রপ্তানি পরিস্থিতি চলতি বছর শুরু থেকেই টালমাটাল। সেই সাথে করোনার প্রভাবে ক্রয়াদেশ বাতিলসহ দাম কমার কারণে কমছে রপ্তানি আয়।

এ খাতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা পেতে শর্ত সহজ করার দাবি ব্যবসায়ী ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের।

এ খাতের ছোট প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে, সরকারের সহায়তার পাশাপাশি বিজিএমইএ-সহ বড় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।

চলতি বছর মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে পোশাক রপ্তানিতে ৫০০ কোটি ডলার কমার আশঙ্কা করছে বিজিএমইএ।